গার্ডার ধসে হতাহতদের ক্ষতিপূরণ দিতে রুল

প্রকাশ: ২০১৭-০৬-০৭ ১৩:৪৪:৪৪


Suprim Cortরাজধানীর মৌচাক ফ্লাইওভারের গার্ডার ধসে এক শ্রমিক নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে রুল জারি করা হয়েছে।

নিহত শ্রমিকের পরিবারকে ৫০ লাখ টাকা ও আহতদের ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে।

বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম।

গত ১৩ মার্চ গার্ডারের নিচে চাপা পড়ে মো. স্বপন (৪০) নামে এক শ্রমিক নিহত হন। আহত হন পলাশ (৩৫) ও নুরুন্নবী (৪০) নামে আরো দুইজন।