হিজাব পরায় ভারতের বিধানসভার গেটে তরুণীকে হেনস্থা
প্রকাশ: ২০১৭-০৬-০৮ ১৪:৩৯:১৩
হিজাব পরায় ভারতের কর্নাটকে হেনস্থার শিকার হয়েছেন এক তরুণী। কর্নাটকের বিধানসভায় প্রবেশের সময় ব্লেজার পরলেও ওড়না নিয়ে ওই তরুণী মাথা ঢেকে রেখেছিলেন। পরে বিধানসভার নিরাপত্তারক্ষীরা তাকে প্রবেশে বাধা দেন।
উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে পরে অবশ্য মুসলিম ওই তরুণীকে বিধানসভায় প্রবেশের অনুমতি দেয়া হয়।
কর্নাটক বিধানসভার প্রধান মার্শাল জানান, বোরখা পরে বিধানসভার ভিতরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু, তরুণীর পরনে বোরখা ছিল না। শুধু মাথাটুকুই ঢাকা ছিল। নিরাপত্তারক্ষীরা হিজাব আর বোরখার ফারাক করতে পারেননি। যে কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।