অলিখিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ২০১৭-০৬-১১ ১৩:০২:২৩


ICC Trophy 17আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ১১তম ম্যাচে আজ রবিবার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের বিজয়ী দল খেলবে সেমিফাইনালে। তাই ভারত-দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটি পরিণত হচ্ছে অলিখিত কোয়ার্টার ফাইনালে।
লন্ডনের কেনিংটন ওভালে দু’দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি  শুরু হবে আজ রবিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
জয় দিয়েই এবারের আসরে যাত্রা শুরু করেছিলো ভারত ও দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১২৪ রানের বড় ব্যবধানে এবং প্রোটিয়ারা ৯৬ রানে হারিয়েছিলো শ্রীলংকাকে। কিন্তু  নিজেদের পরের ম্যাচেই হেরে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ভারত ৭ উইকেটে হারে লংকানদের কাছে এবং প্রোটিয়ারা বৃষ্টি আইনে ১৯ রানে পাকিস্তানের কাছে হারের লজ্জা পায়। তাই গ্রুপে দুই ম্যাচ শেষে চার দলেরই পয়েন্ট সমান ২ করে। ফলে গ্রুপ পর্বে শেষ রা