পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪০% লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ২০১৭-০৬-১৩ ১১:২৪:২৭


Popular-Life-Insuranceপুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪টাকা শূন্য ২ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭০ টাকা শূন্য ৬ পয়সা।

গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিলো ৪ টাকা ৪৬ পয়সা আর এনএভি ছিলো ৫৮ টাকা ৭২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৮ আগস্ট। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুলাই।