অফিসে দেরিতে আসায় নারীকর্মীকে সহকর্মীর লাথি ! (ভিডিও)

প্রকাশ: ২০১৭-০৬-১৪ ১০:৩৫:১৫


অফিসে দেরি করে ঢুকলে অফিসের বস একটু কথা শোনান, বকাঝকা করেন। এমনটি হয় প্রায় সব অফিসেই। কিন্তু কখনও কী শুনেছেন, যে অফিসে দেরি করে আসার জন্য শাস্তি পেতে হয় লাথি। অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের সিন্ধানুর সিটি কর্পোরেশনের অফিসে ৷

জানা গেছে, এক নারীকর্মী অফিসে দেরি করে আসায় লাথি মারল তারই সহকর্মী। আর সেই ছবিই ফুটে উঠল অফিসের সিসিটিভি ফুটেজে। সেই পুরুষ সহকর্মীর নাম শরানপ্পা। আর নারীকর্মীর  নাম নাসরিন।

খবর অনুযায়ী, শরানপ্পা নাসরিনকে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দিয়েছিলেন।  সোমবার নাসরিন অফিসে একটু দেরি করে পৌঁছায়। আর তা নিয়েই নাসরিনকে প্রশ্ন করেন শরানপ্পা। কিন্তু নাসরিনের কাছ থেকে উপযুক্ত জবাব না পেয়ে শরানাপ্পা সোজা চড়াও হন নাসরিনের ওপর। তারপর সোজা লাথি মেরে বসেন নাসরিনকে। এই লাথির সিসিটিভি ফুটেজই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এখন ভাইরাল।