শাহজালাল বিমানবন্দরে ৪.৬ কেজি স্বর্ণ আটক
প্রকাশ: ২০১৭-০৬-১৪ ১২:১৮:০২
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বার আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুবাই থেকে আগত এমিরেটস ফ্লাইট থেকে ৪.৬ কেজি ওজনের এসব স্বর্ণের বার আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের পরিচালক মঈনুল খান। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে EK584 নামের একটি ফ্লাইট মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার দিকে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ও গোয়েন্দার দল পুরো বিমান তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে বিমানের ইকোনমি ক্লাসের সিট নং- 37J এবং 37K এর পিছনের দিকে অর্থাৎ 38J এবং 38K নং সিটের জন্য রক্ষিত ট্রে-টেবিল এর সামনের সিট কভার এর ভিতর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের প্রতিটি বারে দশ তোলা করে মোট ৪.৬৬ কেজি স্বর্ণবার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৩৩ লক্ষ ২০ হাজার টাকা। স্বর্ণবারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকালে ঐ সিটে কোন যাত্রী ছিলো না।
তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।