কাতারে সেনা পাঠাচ্ছে তুরস্ক
প্রকাশ: ২০১৭-০৬-১৪ ১৪:০৫:৫৯
সৌদি আরব, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের অবরোধের মুখে পড়া কাতারে সেনা পাঠাচ্ছে তুরস্ক। সে লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনীর তিন সদস্যকে কাতারে পাঠানো হয়েছে। ভবিষ্যতে কাতারে সেনাবাহিনী পাঠানোর প্রস্তুতির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা।
সন্ত্রাবাদে মদদ দেয়ার অভিযোগ এনে সম্প্রতি সৌদি আরব, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক ও ভ্রমণ সম্পর্ক ছিন্ন করে। তবে কাতারের পাশে থাকার ঘোষণা দেয় ইরান ও তুরস্ক। অবরোধের মুখে পড়ে আমদানি নির্ভর দেশ কাতার তীব্র খাদ্য সঙ্কটে পড়ে। অবস্থা স্বাভাবিক হওয়া পর্যন্ত কাতারে খাবার সরবরাহ করারও ঘোষণা দেয় দেশ দুটি।