বিডি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং ‌‘এ’

প্রকাশ: ২০১৭-০৬-১৫ ১১:০১:১৬


BD Financeপুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড ক্রেডিট রেটিংয়ে ‘এ’ পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘ মেয়াদে কোম্পানিটি ‘এ’ পেয়েছে। আর স্বল্প মেয়াদে ‘এসটি–৩’ পেয়েছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ হিসাব বছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ, ২০১৭ সময়ের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের এই মান নির্ধারণ করেছে সিআরআইএসএল।

সানবিডি/ঢাকা/এসএস