এবার পাহাড় ধসে নিহতদের প্রতি মমতার শোক প্রকাশ
প্রকাশ: ২০১৭-০৬-১৫ ১১:৩৭:৪৪
বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম এবং দুই পার্বত্যজেলা রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন পাহাড়ি এলাকায় মর্মান্তিক ধসে নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ট্যুইট করে মমতা জানান, ‘বাংলাদেশে ধসে যে সব পরিবার তাদের খুব কাছের ও প্রিয়জনকে হারিয়েছেন সেই সব পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই’।
এর আগে, ট্যুইট করে বাংলাদেশের এই প্রাকৃতিক দুর্যোগে নিহতের প্রতি শোক প্রকশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
উল্লেখ্য, চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলায় ভয়াবহ পাহাড় ধসে চার সেনা সদস্যসহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে।