এটিপি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নাদাল

প্রকাশ: ২০১৭-০৬-১৫ ১২:০৯:২৫


Nadalক্যারিয়ারে দশমবারের মত ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতা রাফায়েল নাদাল এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রবিবার রোলা গ্যাঁরোতে একপেশে ফাইনালে স্ট্যান ওয়ারিঙ্কাকে পরাজিত করে ক্যারিয়ারের ১৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার কৃতিত্ব দেখান ৩১ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। ২০১৫ সালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দশ নম্বরে নেমে যাওয়া নাদাল ফাইনালে ৬-২, ৬-৩, ৬-১ গেমে ওয়ারিঙ্কাকে পরাজিত করে প্রথম খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ড স্লামে দশমবারের মত শিরোপা জিতেছেন।
এই কৃতিত্বে দুই ধাপ উপরে উঠা নাদালের জন্য দ্বিতীয় স্থানটি ছেড়ে দিতে হয়েছে সাবেক শীর্ষ তারকা নোভাক জকোভিচকে। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া এই সার্বিয়ান তারকা নেমে গেছেন চতুর্থ স্থানে। গত আট বছরে এটাই তার সর্বনিম্ন র‌্যাঙ্কিং। সেমিফাইনালে ওয়ারিঙ্কার কাছে পরাজিত এন্ডি মারে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে।