‘ইতিবাচক পরিবর্তনে তরুণদের উৎসাহিত করতে হবে’
প্রকাশ: ২০১৭-০৬-১৫ ১৭:২৭:২৫
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উন্নয়ন টেকসই না হলে কাঙ্খিত লক্ষ্য বাধাগ্রস্থ হবে। এ জন্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
স্পিকার বলেন, বাংলাদেশের জনসমষ্টির অধিকাংশ তরুণ। এই তরুণ সমাজের জন্য আমাদের নিরাপদ আগামী রেখে যেতে হবে। এজন্য সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে। পরিবর্তনকে টেকসই করতে হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত এ্যালামনাই এ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইজাজ আহমেদ, বৃটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেক,মাইক্রোসফট এর সোনিয়া বশির, গ্রাজুয়েট নেটওয়ার্কের সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নিজ নিজ কমিউনিটি ও পেশাগত অবদানের জন্য উদীয়মান ১০ জন তরুণ তরুণীকে এ্যাওয়ার্ডস প্রদান করা হয়।