‘বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করা হবে’
আপডেট: ২০১৭-০৬-১৫ ১৭:৩৪:০৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে সভাপতি করে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ইতিমধ্যে দণ্ডপ্রাপ্ত খুনিদের অবস্থান চিহ্নিত করতে এবং দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে।
বর্তমান সরকার ২০১৪ সালে নতুনভাবে দায়িত্ব গ্রহণের পর ওই টাস্কফোর্স পুনর্গঠন করা হয়। টাস্কফোর্স ইতিমধ্যে একাধিক সভায় মিলিত হয়েছে। পলাতক দণ্ডপ্রাপ্ত খুনিদের স্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।