প্রগতি লাইফের পর্ষদ সভা স্থগিত
প্রকাশ: ২০১৭-০৬-১৯ ১০:৫৬:২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে।অনিবার্য কারণে পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।
সূত্র জানিয়েছে, পর্ষদ সভার নতুন তারিখ পরবর্তী জানানো হবে। এর আগে কোম্পানিটি আগামীকাল সোমবার ১৯ জুন পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
পর্ষদ সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকেশেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। এ ছাড়াও সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১ সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরিক্ষত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।