৫ দিন পর উদ্ধার হলেন মুসা ইব্রাহীম
প্রকাশ: ২০১৭-০৬-১৯ ১২:২২:৪০
ইন্দোনেশিয়ার মাউন্ট কার্সটেঞ্জ অভিযান শেষে বেস ক্যাম্পে আটকে পড়া এভারেস্ট জয়ী বাংলাদেশি পর্বতারোহী মুসা ইব্রাহীমসহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টার দিকে হেলিকপ্টার পাঠিয়ে ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সেখানে ৫ দিনের মতো আটকে ছিলেন। প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হচ্ছিল না।
মাউন্ট কার্সটেঞ্জ অভিযানে তার সঙ্গে ছিলেন ভারতের এভারেস্টজয়ী দুই পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ তারিখ দেশে ফিরবেন বলে জানিয়েছেন মুসা ইব্রাহীম।
আজ সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, অনেক গল্প হয়তো বলা হবে না। এগুলোর কোনও হদিসও থাকবে না। কিন্তু আমাদের হৃদয়ে চিরকাল রয়ে যাবে কার্সটেঞ্জ পর্বতের রোমাঞ্চকর গল্প।’
ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করার জন্য বাংলাদেশ ও ভারতের ৩ সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছিলেন মুসা ইব্রাহীম। গত ১৩ জুন বাংলাদেশ সময় সকাল ৮:৫০ মিনিটে (স্থানীয় সময় সকাল ৫:৪৭ মিনিট) তারা পর্বত আরোহণ শুরু করেন। মাউন্ট কার্সটেঞ্জ জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেস ক্যাম্পে আটকা পড়েন।
এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, মুসা ইব্রাহিমের সাথে যোগাযোগ হয়েছে আমার। তার দলের একজন ভারতীয় আরোহীর স্যাটেলাইটের মাধ্যমে। চারদিন হলো আটকা। খাবার শেষ। আমাদের অ্যাম্বাসি একটু আগে জানিয়েছে তিমিকাতে হেলিকপ্টার প্রস্তুত আছে, আবহাওয়া ভালো হলেই তারা তাদের আনতে যাবে, আশাকরি আজ সকালেই। এশিয়ান দপ্তর, আমাদের অ্যাম্বাসি এবং ইন্ডিয়ান অ্যাম্বাসি তদারকি করছে। দোয়া করবেন তাদের জন্য।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম