৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশ: ২০১৭-০৬-১৯ ১৪:৫৪:৩৬


lawachora_trainচার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক  হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে টানা বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজারের লাউয়াছড়ায় পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী ‘কালনী এক্সপ্রেস’ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

শ্রীমঙ্গলস্থ রেলওয়ের স্টেশন মাস্টার মো. জাফর আলম বলেন, ‘আমাদের টিম চার ঘণ্টা কাজ করে লাইনটি সচল করতে সক্ষম হয়েছে। এখন সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।’