হেমটেক্সটিল এবং অ্যাম্বিয়ন্ত ইন্ডিয়া প্রদর্শনী
প্রকাশ: ২০১৭-০৬-২২ ১৮:০০:০০
বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া, নেপাল এবং থাইল্যান্ড থেকে ১৮০টিরও বেশী প্রতিষ্ঠান ভারতীয় বাজারে তাদের রংবেরং এর গৃহসজ্জা সামগ্রী, লাইফ স্টাইল এবং গৃহসজ্জা পণ্য নিয়ে প্রদর্শনী করে।
ভারতের সবচেয়ে পরিচিত হোম ফ্যাশনের কর্ণধারদের নিয়ে চতুর্থ বারের মতো আয়োজিত হেমটেক্সটাইল ইন্ডিয়া এবং অ্যাম্বিয়ন্ত ইন্ডিয়া আয়োজন শেষ হয় নয়া দিল্লীতে গত ২২শে জুন ২০১৭ তে।
৮৪৪৩ জনেরও বেশী দর্শনার্থী ও ক্রেতা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই প্রদর্শনীতে আসে। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান – বাংলাদেশ থেকে এবারে দুইজন প্রদর্শক তাদের পণ্য প্রদর্শনী করেন এই আয়োজনে, তারা হলো: আরএফএল প্লাস্টিক এবং মুন্নু সিরামিক।
ভারতে আগামী হেমটেক্সটাইল এবং অ্যাম্বিয়ন্ত এর সময় ঠিক করা হয়েছে জুন ২০১৮। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অ্যাম্বিয়ন্ত অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি ২০১৮ তে। আরও তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন: ambiente-india.in.messefrankfurt.com