চীনে ভয়াবহ ভূমিধসে নিখোঁজ ১০০

প্রকাশ: ২০১৭-০৬-২৪ ০৯:৫৮:৫১


china-landslideচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ভয়াবহ ভূমিধসে ১০০ এর বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে শনিবার সকালে  বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।

সিচুয়ান প্রদেশের ম্যাওক্সিয়ান কাউন্টির জিনমো গ্রামে ওই ভূমিধসে প্রায় ৪০ ঘর চাপা পড়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।