ঈদযাত্রায় বমি বন্ধের ৬টি ঘরোয়া উপায়

আপডেট: ২০১৭-০৬-২৪ ১৩:৩৪:৫২


bomiঈদ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার থেকেই নাড়ির টানে বাড়ির পথে যাত্রা শুরু হয়েছে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে ছুটে চলছেন মানুষ। এ সময় অতিরিক্ত গাড়ির চাপ এবং ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে নানা দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। আর যাত্রাপথে বেশি ভোগান্তি হয় নারী এবং শিশুদের। অনেকেই আছেন যারা পেট্রোল-ডিজেলের গন্ধ একদমই সহ্য করতে পারেন না। কেউ কেউ আবার মোশন সিকনেসের কারণেও গাড়িতে উঠলেই বমি করেন। কেউ আবার মনোযোগ অন্যত্র রেখে সময় কাটাতে গান শোনেন, কেউবা বই পড়েন। কেউ কেউ বমিনাশক ট্যাবলেট সেবন করেন। তবে কোন কারণে বমিনাশক ট্যাবলেট নিতে ভুলে গেলে কী করবেন? সেক্ষেত্রে ঈদযাত্রায় বমি বন্ধ করতে সাহায্য নিন ঘরোয়া উপায়ের।

লেবু ও গোলমরিচ:

ভ্রমণের আগে ১ কাপ পরিমাণ (সাইজ: ছোট কাপ আর বড় কাপ হলে অর্ধেক কাপ) লেবুর রসে ১ চিমটি পরিমাণ গোলমরিচ মিশিয়ে সেই পানীয় পান করুন। এতে করে মাথা ঘোড়ানো বা বমিভাব থাকবে না।

পুঁদিনা পাতার চা:
মাথা ঘোরা কমাতে সাহায্য করে পুঁদিনাপাতা। তাই বাসা থেকে বের হওয়ার আগে পুঁদিনাপাতা দিয়ে এক কাপ চা খেয়ে বের হবেন। তবে কেউ চাইলে কাঁচা পুদিনাপাতাও সঙ্গে করে নিয়ে বের হতে পারেন। গাড়িতে যখনই বমির ভাব হবে তখন পাতা বের করে গন্ধ নিলে আর সমস্যা হবে না।

আদা চা:
সারাদিন রোজা রেখে ইফতারে আদা চা পানে বেশ উপকার পাওয়া যায়। ঠিক তেমনি ভ্রমণের আগে বমির ওষুধ না খেলেও আদা চা খেলে অনেক বেশি ফল পাওয়া যায়। অনেরকেই দূরের যাত্রায় পেট ভরে খেয়ে বের হন। তখন গাড়িতে উঠলেই মাথা ঘোড়ায় আর বমি পায়। কাজেই বের হওয়ার আগে এই আদা চা পান চটজলদি হজমে সহায়তা করে। ফলে আর বমি হওয়ার আশঙ্কা থাকে না।

মধু ও দারচিনি:
হালকা গরম পানিতে ১ চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে পান করলে মোশন সিকসেনের উপসর্গ কমে যাবে। এতে ভ্রমণের সময় কোন সমস্যা হবে না।

এলাচ ও লবঙ্গ:
ঈদযাত্রায় বাস, ট্রেন, ট্রাক বা ভাড়া করা যে কোন ধরনের গাড়িতে উঠলেই পেট্রল-ডিজেলের গন্ধ অস্বস্তি তৈরি হতে পারে, তখন চটজলদি সমাধান ১ টা এলাচ অথবা লবঙ্গ মুখে রেখে তার রস টা আস্তে আস্তে পান করুন। শরীরের অস্বস্তি আস্তে আস্তে কমে যাবে।

মৌরি:
দূরের ভ্রমণের অনেকেই সঙ্গে পান মশলা সঙ্গে রাখেন। আপনিও চাইলে তা রাখতে পারেন। তবে ছোট একটা কৌটায় কিছু মৌরি রাখুন। এতে বাসে বা গাড়িতে উঠলেই যখন শরীর খারাপ লাগবে তখন একটু মৌরি মুখে রাখুন। দেখবেন, বমি হওয়া তো দূরের কথা মাথা ঘোরার সমস্যাও ঠিক হয়ে যাবে।