ফিফা প্রেসিডেন্ট পদে লড়াইয়
আপডেট: ২০১৫-১০-২৯ ১৯:৩৮:৫৯
প্রিন্স আলি বিন আল হুসেন-জর্ডন ফুটবল সংস্থার সভাপতি ও দেশের রাজা। চার বছর ধরে এএফসি-র সহ সভাপতি। লড়াইয়ে বেশ ভালভাবে থাকবেন। তবে এশিয়ার বাইরে প্রভাব কম। প্লাতিনিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন।
প্রিন্স আলি বিন আল হুসেন-জর্ডন ফুটবল সংস্থার সভাপতি ও দেশের রাজা। চার বছর ধরে এএফসি-র সহ সভাপতি। লড়াইয়ে বেশ ভালভাবে থাকবেন। তবে এশিয়ার বাইরে প্রভাব কম। প্লাতিনিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন।
জেরোম শ্যাম্পেন- ১১ বছর ফিফা এক্সিকিউটিভ। শেপ ব্লাটারের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। ব্লাটার ঘনিষ্ট।
মিশেল প্লাতিনি-ফিফা সভাপতি হওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে ছিলেন। কিন্তু শেপ ব্লাটারের সঙ্গে একই সারিতে কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ার পর বেশ কোণঠাসা ফ্রান্সের এই কিংবদন্তি ফুটবলার। তবে ভোটে জেতার সংখ্যা জেতার ক্ষমতা তাঁর আছে।
মুসা বিলিটি- ৪৮ বছরের মুসা লাইবেরিয়ান ফুটবল সংস্থার প্রধান। ধনকুবের ব্যবসায়ী। তেল, গ্যাস খনির মালিক। ফুটবল কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৩ সালে আফ্রিকান ফুটবল সংস্থায় ৬ মাসের জন্য নির্বাসিত হয়েছিলেন। পুরনো রেকর্ড অস্বস্তিতে রাখবে, সেভাবে লড়াইয়ে নেই।
জিয়ানি ইনফাটিনো–২০০৯ পর্যন্ত ফিফার জেনারেল সেক্রেটারি। সুইস এই কর্মকর্তার ফিফার সর্বোচ্চ পদে বসতে হলে অনেক পথ পেরোতে হবে।
টোকিও সেক্সওয়ালে-দক্ষিণ আফ্রিকায় বড় নাম, প্রাক্তন মন্ত্রী। রবেন আইল্যান্ডে নেলসন ম্যান্ডেলার সঙ্গে জেল খেটেছেন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আয়োজক হিসেবে বড় ভূমিকা নিয়েছিলেন। ইউরোপ, আমেরিকায় ভোট পাওয়া অনিশ্চিত।
শেখ সলমান বিন ইব্রাহিম আল খালিফা-এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ও ফিফা সহসভাপতি। বাহারিন ফুটবল সংস্থার প্রাক্তন প্রধান। লড়াইয়ে থাকার মরিয়া চেষ্টা করবেন। তবে শেষ পর্যন্ত বড়জোর ৩০টা ভোট জোগাড় করতে পারবেন।