হাজিদের নিয়ে বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায়
প্রকাশ: ২০১৭-০৯-০৬ ২২:২৯:২০
৪১৯ জন হাজি নিয়ে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট বুধবার ঢাকায় এসে পৌঁছেছে। রাত ৮টা ২০ মিনিটের দিকে বিজি-২০১২ ফ্লাইটটি হাজিদের নিয়ে হযরত শাহ্জালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ এসব তথ্য জানিয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও জেদ্দা বিমানবন্দরে অধিক হজযাত্রীর চাপ এবং তাদের নিরাপত্তা তল্লাশির কারণে হজের প্রথম ফিরতি ফ্লাইটটি নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর এসে পৌঁছায়। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজিদের স্বাগত জানান। পরে বিমানের কাস্টমার সার্ভিস আগত প্রত্যেক হাজির মাঝে লাগেজ ও এক কনটেইনার জমজমের পানি বিতরণ করে।
এ ছাড়া ৪৫০ জন করে বুধবার রাত ৮টা ২৫ মিনিটে সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট, রাত সাড়ে ৮টায় ও রাত সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, গত ২৪ জুলাই থেকে এবারের হজ ফ্লাইট শুরু হয়।