রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
প্রকাশ: ২০১৭-০৯-০৭ ১০:৪৬:২৫
রাজধানীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় দু’জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, রিমন (২৫) ও তার খালাতো বোন সাদিয়া আহমেদ শারিন (২২)। মৃত রিমন-শারিন ঢাকার পৃথক ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, তাদের দু’জনের পরিবার ঢামেকে মরদেহ দেখে পরিচয় শনাক্ত করেছেন।
নিহত দু’জন পরিবারের সঙ্গে বাসাবো এলাকায় থাকতেন। মৃত রিমনের পিতার নাম মো. মোহসিন মিয়া ও শারিনের পিতার নাম সামছুদ্দিন আহমেদ।
এসআই হাসানুজ্জামান জানান, সবুজবাগ বৌদ্ধমন্দির সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় তারা। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢামেকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।