রিজার্ভ চুরি: ফেঁসে যাচ্ছেন মায়া দিগুইতো!
আপডেট: ২০১৭-০৯-০৮ ২৩:০৫:০০
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতো। দেশটির আদালতে শিগগিরই বিচার কাজ শুরু হবে।
এদিকে বৃহস্পতিবার ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস থেকে দেগুইতোর বিরূদ্ধে সমন জারি করা হয়।
এতে বলা হয়, এই মামলায় ফিলিপাইনের বাকি অভিযুক্তদের দায়মুক্তি দেয়া হয়েছে। তাই, একমাত্র তাকেই আদালতের মুখোমুখি হতে হবে।
তবে সমন জারির প্রতিক্রিয়ায় অভিযুক্ত দেগুইতো বলেন, রাঘব-বোয়ালদের আড়াল করার জন্যই তাকে বলির পাঠা বানানো হয়েছে।
এদিকে, অর্থ উদ্ধারের বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল এখন ম্যানিলায় অবস্থান করছে।
গত বছর ফেব্রুয়ারি মাসে, নিউইয়র্কের ফেডারেল ব্যাংকে গচ্ছিত বাংলাদেশের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয় যার ৮ কোটি ১০ লাখ ডলারই যায় ফিলিপাইনে।