সোশ্যাল নেটওয়ার্কে ক্রমশ ছেয়ে যাচ্ছে ‘সেক্স সেলফি’!
প্রকাশ: ২০১৭-০৯-১৪ ১০:৫৩:৩৩
অস্কার সেরিমনি হোক, কিম্বা বিয়ে বাড়ি, পার্টিসাটি৷ মোবাইল হাতে নিজেই নিজের ছবি তুলে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আপলোড৷ উত্তেজনার নয়া ট্রেন্ড ‘সেলফি’৷ অর্থাৎ সেলফ ফিচার বা নিজের ছবি, নিজেই তুলুন৷ পাড়ার মেয়ে থেকে টলি-বলি-হলির নায়িকারা৷ রক থেকে নায়কদের জিমখানা৷ সেলফি জ্বরে আক্রান্ত সব্বাই৷ এমনকি সেলফি ম্যানিয়াকে উসকে দিতে বাজারে হাজির সেলফি ফোনও৷ তবে সেলফি উত্তেজনার মধ্যে দিয়ে প্রকাশ পেতে শুরু করেছে যৌনতা ইঙ্গিত৷ যা জন্ম দিয়েছে সেলফির নতুন রূপ সেক্সসেলফির৷ সম্প্রতি বৃটেনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ধরা পড়েছে এমনই কিছু তথ্য৷
গবেষণা অনুযায়ী, বিশ্বের প্রায় ৭১ শতাংশ মানুষ ‘সেক্সসেলফি’-র জ্বরে আক্রান্ত৷ যৌন ক্রিয়ায় মত্ত হয়ে বহু দম্পতিই নাকি টুক করে তুলে নিচ্ছেন নিজেদের ছবি৷ অনেক সময় এই ধরণের সেলফি ছাড়িয়ে যাচ্ছে ভদ্রতার সীমানা৷ বিন্দাস হয়ে নগ্ন অবস্থাতেই তুলে ফেলছেন ছবি৷ আবার কেউ কেউ পুরো রতিক্রিয়াকে পুরে ফেলছেন মোবাইল ক্যামেরায় এবং তা অবলীলায় আপলোডও করছেন নানা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরণের সেক্সসেলফি উসকে দিচ্ছে অপরাধ প্রবণ মনকে৷
গবেষণা থেকে উঠে এসেছে জাপান, চীন, এবং বৃটেনে এই ধরণের সেক্সসেলফির ব্যবহার সবচেয়ে বেশি৷ ভারতও এই ব্যাপারে পিছিয়ে নেই৷ জানা গিয়েছে দক্ষিণ ভারতের শহর গুলি থেকে প্রচুর মাত্রায় ছড়িয়ে পড়ছে এই ধরণের সেক্সসেলফি৷ হোয়াইটঅ্যাপ, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে দিয়েই অজান্তে ব্যক্তিগত মুহূর্ত ধরা পড়ছে গোটা বিশ্বের সামনে৷ দেশ-বিদেশের সমাজসেবিরা মনে করছেন এই ধরণের অভ্যাস তাড়াতাড়ি বন্ধ না হলে বিশ্বে যৌন অপরাধ বৃদ্ধি পেতে পারে৷