পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর
প্রকাশ: ২০১৭-০৯-২১ ১৩:১৯:২০
জাতিসংঘে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে এ চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। অবশ্য জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। নিয়মানুযায়ী, ৫০ দেশের অনুমোদন পাওয়ার ৯০ দিনের মধ্যে কার্যকর হবে চুক্তিটি।
এদিকে জলবায়ু প্রশ্নে বৈশ্বিক চুক্তিগুলোকে সামনে এনে সুবিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সদর দফতরে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আয়োজিত এক সভায় এ আহ্বান জানান শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। প্যারিস জলবায়ু চুক্তি সচল রাখায় ফরাসি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
এ ছাড়া বিজনেস কাউন্সিল অব ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডডিংয়ের আয়োজনে এক গোলটেবিল বৈঠকেও যোগ দিয়ে বাংলাদেশের উন্নয়নে মার্কিন ব্যবসায়ীদের ভূমিকা রাখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।