সাব্বিরের ব্যাটে চড়ে ৩০৬ রানে ইনিংস ঘোষণা
আপডেট: ২০১৭-০৯-২২ ০০:৩৩:২৪
তিন দিনের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে মুমিনুল হক, অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে ভর করে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দলের পক্ষে মুমিনুল হক ৬৮, মুশফিক ৬৩ এবং সাব্বির রহমান ৫৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সোম্য সরকার ৪৩ এবং ইমরুল কায়েস ৩৪ রান করেন। বেনোনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিক। তবে শুরুতেই তামিম ইকবাল ফিরে যান রিটায়ার্ড হার্ট হয়ে।
তবে কোনো আঘাত বা ইনজুরির জন্য নয়। বুধবার দক্ষিণ আফ্রিকা পৌঁছে পরদিনই মাঠে নামায় তিনি বেশ সমস্যায় পড়েন। ক্লান্তি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে উঠতে না পারায় তিনি মাঠ ছাড়েন। এরপর মাঠ ছাড়েন দ্বিতীয় উইকেট জুটির ইমরুল কায়েস। ভন বার্গের বলে ডিকগালের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে ফেরার আগে করেন ৫১ বলে ৩৪ রান।
ইমরুলের বিদায়ের পর তামিমের পার্টনার সৌম্য সরকারও মাঠ ছাড়েন। প্রিটোরিয়াসের বলে ক্লাসিনের হাতে তালুবন্দি হয়ে মাঠে ফেরেন সৌম্য। এর আগে ৬৯ বল খেলে ৪৩ রান করেন তিনি। এ অবস্থায় দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে মাঠে লড়াই করছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুইজনের লড়াকু ইনিংসে যখন মনে হচ্ছিল দুই উইকেটেই দিন শেষ করবে বাংলাদেশ তখনই আসে আঘাত। ৯১ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে টেনে নিয়ে দলীয় ২১১ রানের মাথায় সাজঘরে ফেরেন মুমিনুল। ৭৩ বলে ৬৮ রান করে কোহেনের বলে ক্লাসিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
এরপর আসা যাওয়ার মিছিল দীর্ঘ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২১১ রানের মাথায় শূন্য রানে আউট হয়ে ফের হতাশ করেন তিনি। কোহেনেরই শিকার হন তিনি। মুমিনুল-রিয়াদের পথেই ফিরেন অধিনায়ক মুশফিক। ৮৫ বলে ব্যক্তিগত ৬৩ রান করে সেই কোহেনের বলেই আউট হন মুশফিক। ২২০ রানের মাথায় তিনি সাজঘরে ফেরেন। ২২০ রানের মাথায় কোহেনের চতুর্থ শিকার হয়ে রানের খাতা না খুলেই ফিরেন লিটন দাস। এরপর মেহেদী হাসান মিরাজ ১৮ রান করে আউট হন। শেষদিকে সাব্বির রহমানের অপরাজিত ৫৮ এবং তাসকিনের ৮ রানে ভর করে ৭ উইকেটে ৩০৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
বাংলাদেশ দলের হয়ে এই প্রস্তুতি ম্যাচে খেলছেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।