রোহিঙ্গা ইস্যুতে তথাকথিত ঐক্যের কথা বলছে বিএনপি: ওবায়দুল
আপডেট: ২০১৭-০৯-২২ ১২:২৭:১১
রোহিঙ্গা সংকট নিয়ে বিএনপির জাতীয় ঐক্যের ডাককে তথাকথিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপি তথাকথিত জাতীয় ঐক্যের কথা বলছে। এই ঐক্য তাদের মুখে, নাকি মনে?’
শুক্রবার সকালে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০১৭’ উপলক্ষে ‘যানজট ও দূষণমুক্ত নগরায়ণের প্রয়োজন : গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সোকলড জাতীয় ঐক্য ডেকে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে বিএনপি। এই ঐক্য তাদের মুখে, নাকি মনে’- প্রশ্ন রাখেন তিনি।
প্রতি মাসের প্রথম শুক্রবার মানিক মিয়া এভিনিউ ব্যক্তিগত গাড়িমুক্ত রাখার ঘোষণা দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এন ছিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ মুখার্জি।