উল্টো পথে চলায় প্রতিমন্ত্রীর গাড়িসহ অর্ধশত যানবাহনকে জরিমানা-মামলা

প্রকাশ: ২০১৭-০৯-২৪ ২৩:০৫:৪৮


dudokউল্টো পথে চলায় ৪০টি সরকারি গাড়িসহ ৫০টি যানবাহনকে আটকিয়ে মামলা ও জরিমানা করা হয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকানো অভিযান শুরু করে ট্রাফিক পুলিশ। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই অভিযান।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে যেসব গাড়ির জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (রমনা অঞ্চল) সিনিয়র সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জানান, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ৫০টি গাড়িকে জরিমানা ও মামলা দেয়া হয়েছে। এর মধ্যে ৪০টিই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি বলে জানান তিনি।

অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে অভিযানের সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এসময় এমন অভিযান পরিচালনা করায় তিনি দায়িত্বরত ট্রাফিক পুলিশের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত রাখতে পরামর্শ দেন।