ঘনিষ্ঠ দৃশ্য ছাঁটতে চান রিয়া সেন

প্রকাশ: ২০১৭-১০-০১ ১১:৫২:৩৫


riyaসদ্য বিয়ে হয়েছে৷ নববধূর গন্ধ এখনও গা থেকে মোছেনি৷ তাই হয়তো ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি আছে রিয়া সেনের৷ তিনি নিজে কিছু না জানালেও এমন একটা কানাঘুষো শোনা যাচ্ছে৷

রাগিনী এমএমএস রিটার্নসে ঘনিষ্ঠ দৃশ্য আছে রিয়ার৷ ছবিতে সই করার আগে রিয়া এসব জেনেশুনেই সইসাবুদ করেছিলেন৷ তখন তাঁর কোনও আপত্তি ছিল না৷ কিন্তু শিবম তিওয়ারির সঙ্গে বিয়ের পরই বেঁকে বসেছেন রিয়া৷ পরিচালক সুযশ ভাধবকরকে তিনি অনুরোধ করেছেন, নিশান্ত মালকানির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যগুলি যেন কেটে বাদ দিয়ে দেওয়া হয়৷ সূত্রের খবর, ছবিতে রিয়া অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন৷ চরিত্রের নাম সিমরন৷ সহকর্মী নিশান্ত মালকানির সঙ্গে তাঁর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে৷ ছবির প্রয়োজনেই সেগুলো দেখানো দরকার৷ কিন্তু রিয়া সেগুলি শুট করার সময় নাকি অস্বস্তি বোধ করছিলেন৷

এই প্রসঙ্গে বলে রাখা দরকার, কিছুদিন আগেই রাগিনী এমএমএস রিটার্নস থেকে রিয়ার একটি সাহসী দৃশ্য লিক করেছিল ইন্টারনেটে৷ সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ তারপর নিশান্তও রিয়াকে নিয়ে একটা মারাত্মক কথা ফাঁস করেন৷ বলেন, ওই দৃশ্যের শ্যুটিং-এর আগে রিয়া এসে তাঁকে জানান তাঁর উচিৎ প্যান্টটা নামিয়ে দেওয়া। তাতে নাকি মেয়েরা বেশি আকৃষ্ট হবে। হঠাৎ রিয়া একরকম জোর করেই তাঁর প্যান্ট টেনে নামিয়ে দেন।

সুযশ এও বলেছেন, রিয়া দৃশ্যটি সুন্দর শুট করেছিলেন৷ তবে এখন তিনি বিবাহিত৷ তাই হয়তো এই ধরনের দৃশ্যগুলির সঙ্গে স্বাচ্ছ্বন্দ্য বোধ করছেন না৷ অন্যদিকে রিয়া জানিয়েছেন, ওইভাবে ঘনিষ্ঠ হয়ে শুটিং করার সময় তাঁর অস্বস্তি হচ্ছিল৷ তিনি সেটি পরিচালকে জানিয়েছিলেন৷ পরিচালক তাঁকে আশ্বাস দিয়েছেন, তিনি সেই দৃশ্যগুলি কমিয়ে দেবেন৷