সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
প্রকাশ: ২০১৭-১০-০৮ ২৩:০১:৫২
৫ দফা দাবি নিয়ে দিনভর সড়ক অবরোধ রেখে করা আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজের শিক্ষার্থীরা।
আগামী সাত দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ বা ফল প্রকাশে সুনির্দিষ্ট সময় ঘোষণা করা না হলে আবারও আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা।
সোমবার দুপুর ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠকে লিখিতভাবে দাবি-দাওয়া জানাবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এছাড়া বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
আন্দোলনে নেতৃত্বদানকারী কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফয়জুর মেহেদী বলেন, আজকের মতো আমরা আন্দোলন স্থগিত করেছি। সোমবার আমাদের একটি প্রতিনিধিদল ঢাবি উপাচার্যের সঙ্গে আলোচনায় বসবে। যদি আমাদের দাবি মেনে নেয়ার ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে আমরা আবারও আন্দোলনে ফিরে আসব। কালই (সোমবার) পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার সকাল থেকে পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। দ্রুতই এর প্রভাব পড়ে আশপাশের এলাকায়।
আন্দোলনরত শিক্ষার্থী ওমর ফারুক সোহান জানান, আমরা পরীক্ষার তারিখ ও ফল ঘোষণার দাবিতে আন্দোলন করছি। ঢাবি উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে ফলের তারিখ ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগ, নিউমার্কেট, ধানমণ্ডি, নীলক্ষেত, আজিমপুর, বুয়েট, প্রেস ক্লাব ও ঢাবির টিএসসি এলাকায় যানজট তৈরি হয়। যানজটের কারণে যানবাহনে বসে থাকতে দেখা যায় যাত্রীদের। যানবাহন থেকে নেমে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে যান। অনেক যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা আটকে থাকতে দেখা যায়।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- এক হাজার ২০০ ছাত্রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, চতুর্থ ও দ্বিতীয় বর্ষের ফল দ্রুত প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও অধিভুক্ত সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট খোলা।
উল্লেখ্য, ২০১১-১২ সেশনের অনার্স শেষ বর্ষের পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে ৯ মাস পেরিয়ে গেলেও এখনও পরীক্ষার ফল প্রকাশ হয়নি।