জাপার যৌথসভায় নেতাদের শোডাউন
আপডেট: ২০১৭-১০-১৪ ১৯:৪৩:৪৬
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আর পল্লীবন্ধু এরশাদ স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। শনিবার দুপুরে রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে জাতীয় পার্টির যৌথ সভায় তিনি একথা বলেন। যৌথভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি। জাপার জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন বলেন, ‘ক্ষমতায় যেতে হলে দলকে আরো সুসংগঠিত করতে হবে। না হলে ক্ষমতার আশা পুরণ হবে না। এজন্য সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টির নয় বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। ভোটারদের কাছে যেতে হবে। জাতীয় পার্টির কথা বলতে হবে।
জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘যারা দল থেকে বিশ্বাস ঘাতকতা করে চলে গেছেন তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন। আবার অনেক পরীক্ষিত কর্মীও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হলে আমাদের কর্মসূচি হতে হবে বাস্তবধর্মী ও কল্যাণমুখী।’
জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, ‘জাতীয় পার্টি তত্বাবধায়ক সরকারের অধীনে নয়, বর্তমান সংবিধান অনুয়ায়ী নির্বাচনে অংশ নেবে।’ অবাধ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সেনাবাহিনীকে নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রাখার দাবি জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘নির্বাচনে জিততে হলে কেন্দ্র পাহারার ব্যবস্থা করতে হবে। এখন থেকেই প্রতিটি কেন্দ্রে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করতে হবে। আর এজন্য আমাদের শক্তিশালী কর্মী বাহিনীর বিকল্প নেই।’
নেতাদের শোডাউন : দলের সাংগঠনিক কর্মসূচি হলেও যৌথসভাকে কেন্দ্র করে শনিবার রমনা, মৎসভবন এলাকায় বড় বড় মিছিল নিয়ে ব্যাপক শোডাউন করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে জনসভায় রূপ নেয় ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউট প্রাঙ্গনের এই যৌথসভা।খণ্ড খণ্ড মিছিল ও শোডাউনে এই এলাকায় ভয়াবহ যানজট সৃস্টি হয়।
কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের মিছিল যোগ দেয় সভাস্থলে।পাশাপাশি মিছিল নিয়ে আসে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ জাপা, যুব সংহতি, মহিলা পার্টি ও ছাত্র সমাজের নেতাকর্মীরা। তবে কর্মসূচিতে সবচাইতে বড় শোডাউন করেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার অনুসারীরা।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলি থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ ও ইব্রাহিম মোল্লার নেতৃত্বে পাঁচ হাজার নেতাকর্মীর একটি বিরাট মিছিল আসে।
ঢাকা- ৫ নির্বাচনী এলাকার এমপি প্রার্থী জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুরের অনুসারি নেতাকর্মী, মহানগর জাপার সভাপতি দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর অনুসারী নেতাকর্মীরা উত্তরের সাধারণ সম্পাদক শকিকুল ইসলাম সেন্টুর নেতৃত্বে মিছিল নিয়ে যৌথ সভায় যোগ দেন।
যৌথসভায় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সোলেয়মান আলম শেঠ, নাসরিন জাহান রত্না, আমিন হাওলাদার এমপি, গোলাম কিবরিয়া টিপু, এম হাফিজ উদ্দীন আহমেদ, আবুল কাশেম, এম এ মান্নান, উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, যুগ্ম মহাসচিব আশরাফ সিদ্দিকী, সুলতান মাহমুদ, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমী, যুব সংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান, সেক্রেটারি মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নেতা ইসহাক ভুঁইয়া, সুজন দে, শেখ মাসুকুর রহমান।