৪৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চালু

প্রকাশ: ২০১৭-১০-২২ ০৯:৫৩:১১


ddবৈরী আবহাওয়ার কারণে টানা ৪৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের লঞ্চ সার্ভিস চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা নদীবন্দরের নৌ-ট্রাফিক অফিসার ফরিদ হোসেন।

তিনি বলেন,  শুক্রবার বেলা ১২টা থেকে বৈরী আবহাওয়ার কারণে নদীপথ উত্তাল হলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাজিরহাট রুটে চলাচলকারী সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে।

সাগরে নিম্নচাপের প্রভাব নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে নদীপথের সতর্কতা প্রত্যাহার করে নিলে টানা ৪৪ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সকাল ৭টা থেকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয় বলে জানান বিআইডব্লিউটিএর ওই কর্মকর্তা।