উন্নয়নের জন্য সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

প্রকাশ: ২০১৭-১০-২৪ ১২:৪০:৪৮


muhitটেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে বিশ্ব অংশীদারিত্ব সংস্থাগুলোর সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জন করতে হবে। এ জন্য বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। কিন্তু আমাদের এত সম্পদ নেই, এত টাকা নেই। আমাদের অনেক অর্থ সংকট আছে।

এ জন্য উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সার্বিক সহায়তা করতে সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গ্লোবাল পার্টনারশিপ সংক্রান্ত দুদিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গ্লোবাল পার্টনারশিপ ফোরাম এ সেমিনারের আয়োজন করে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা দেশগুলোর দাতাসংস্থাগুলো এতে অংশগ্রহণ করছে।