বিয়ে করলেন তাসকিন
প্রকাশ: ২০১৭-১১-০১ ১১:২০:১৯
আয়োজন চলছিল বেশ কিছুদিন ধরেই। তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকা সফরে থাকলেও দেশে তার পরিবারে ছিল ব্যস্ততা। মঙ্গলবার সকালে ফিরেছেন দেশে, রাতেই সেরে ফেলা হলো আনুষ্ঠানিকতা। বিয়ে করলেন বাংলাদেশ দলের তরুণ এই পেসার।
বিপিএল শুরুর আগে সময় খুব বেশি নেই। দলের অনুশীলনে যোগ দিতে হবে। তাই দেশে ফেরার দিনটিকেই বেছে নেওয়া হয় বিয়ের দিন হিসেবে।
তাসকিনের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। দুজনের চেনাজানা দীর্ঘদিন ধরেই। বছরখানেক আগে বাগদানও হয়ে গেছে।
তাসকিনের বাবা এমএ রশিদ ছেলের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। জানিয়েছেন, এবার শুধু কাছের মানুষদের দিয়ে ছোট আয়োজন হলো। সময়-সুযোগ বুঝে বড় আয়োজন হবে পরে।
২২ বছর বয়সী তাসকিনের আন্তর্জাতিক অভিষেক ২০১৪ সালে। অভিষেক ওয়ানডেতে নিয়েছিলেন ৫ উইকেট। দেশের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি।