‘তাদের দাবির সঙ্গে মিল আছে এমন ঐক্য চায় জনগণ’

প্রকাশ: ২০১৭-১১-০১ ২১:০৩:৫৩


এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীবিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জনগণ চায় ভোটের অধিকার। জনগণ যা চায় আমরাও তাই চায়। জনগণের দাবির সঙ্গে মিল আছে এমন ঐক্য জনগণ চায়। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে উন্নয়নের কথা বলা হচ্ছে আসলে চোখে ধাঁধা দেয়ার জন্য শহরেই ফ্লাইওভার, বড় বড় বিল্ডিং করে উন্নয়ন দেখানো হচ্ছে। কিন্তু উন্নয়ন যদি দেখতে চান তাহলে গ্রামে চলে যান দেখবেন সেখানকার মানুষরা ভালো নেই। দ্রব্য মূল্যের ঊর্ধগতিতে মানুষ আজ দিশেহারা। দেশের মানুষ আর এভাবে থাকতে চায় না।

জনগণ তাদের ভোটাধিকার চায়। আর এজন্য প্রয়োজন জাতীয় ঐক্যের। সেই ঐক্যে যে ঐক্যের দাবির সঙ্গে জনগণের দাবির মিল আছে। আলোচনায় অংশ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, জনগণের ভোটে অংশগ্রহণ ছাড়া বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ইতিহাসের পাতায় বর্তমান সরকার অবৈধ সরকার হিসেবে বিবেচিত হবে এক সময়।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমানে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধগতি। সোনার দামে চাল, পেঁয়াজ কিনতে হয়। দেশের মানুষ বর্তমানে ভালো নেই। বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। যারা ক্ষমতায় বসে আছেন আর ভাবছেন তাদের মতই সব কিছু চলবে, আগামী নির্বাচনও ৫ জানুয়ারির নির্বাচনের মতো হবে। এ অবস্থায় আমাদের আজ ঐক্যের প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা নেই। গুম খুন হত্যা, ধর্ষণ, সব জায়গায় দলীয়করণের মাধ্যমে দেশের পরিস্থিতি বর্তমানে জাহান্নামে পরিণত হয়েছে। বর্তমান সরকার যদি চায় আগামী নির্বাচনও জনগণের ভোটাধিকার ছাড়াই হবে তাহলে সে পরিস্থিতি আপনারা (বর্তমান সরকার) সামলাতে পারবেন না।

আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।