বিপিএলের চূড়ান্ত সময়সূচি

প্রকাশ: ২০১৭-১১-০২ ১৭:২০:৩৪


bpl2017বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বিপিএলের হাওয়া ভালোভাবেই লেগেছে। একদিন পরেই মাঠে গড়াবে চার-ছক্কার ধুন্ধুমার আসর। বিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে সিলেট ভেন্যু দিয়ে। ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুপুর ২টায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যা ৭টায় উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর শেষ হবে সিলেট পর্ব। এরপর বিপিএলে মাতবে ঢাকা শহর। ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে ১৬টি ম্যাচ। এরপর বিপিএল যাবে চট্টগ্রাম শহরে। ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ।

২ ডিসেম্বর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ২ ডিসেম্বর থেকে ফাইনাল পর্যন্ত বাকি ম্যাচগুলো এখানেই অনুষ্ঠিত হবে।

শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়, আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সোয়া ৭টায়। অন্য দিনগুলোয় দিনের প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।