বাড্ডায় বাবা-মেয়ে খুন: সন্দেহভাজন শাহীন ও স্ত্রী আটক

প্রকাশ: ২০১৭-১১-০৩ ১৮:০৭:১০


jamilরাজধানীর বাড্ডায় বাবা ও মেয়েকে হত্যার ঘটনায় শাহীন নামে এক সন্দেহভাজন ও তার স্ত্রীকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টায় খুলনা নগরীর লবণচোরা থানার মোহাম্মদনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মনিরা সুলতানা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোহাম্মদনগরে ভাই শামীমের ভাড়া বাসা থেকে বাড্ডার জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন শাহীন ও তার স্ত্রীকে আটক করেছে ঢাকার বাড্ডা থানার পুলিশ।

আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান মনিরা সুলতানা।

গত বুধবার গভীর রাতে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে ময়নারটেক এলাকার একটি বাসায় বাবা প্রাইভেটকারচালক জামিল শেখ (৪১) ও তার স্কুল পড়য়া মেয়ে নুসরাতকে (৯) নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনার জন্য জামিল শেখের সঙ্গে সাবলেট ভাড়া থাকা শাহীন জড়িত বলে সন্দেহ করে আসছে পুলিশ।

পুলিশের সন্দেহ, স্ত্রীর পরকীয়া কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। এ জন্য জামিল শেখের স্ত্রী আরজিনা বেগমকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজিনা বেগমের দাবি, ডাকাতরা তার স্বামী ও মেয়েকে খুন করেছে। এমনকি তাকে ধর্ষণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে পুলিশ তার এসব দাবি বিশ্বাসযোগ্য বলে মনে করছে না।

নিহত জামিল শেখ প্রাইভেটকারচালক ছিলেন। পুলিশের ধারণা, পরকীয়ার জের ধরেই তিনি ও তার মেয়ে নুসরাত খুন হয়েছেন।

এর সঙ্গে ওই বাড়ির বাসিন্দা ও নিহত জামিল শেখের প্রতিবেশীসহ (সাবলেট) তিন থেকে চারজন জড়িত রয়েছে।