দিনাজপুরে পিকআপ চাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশ: ২০১৭-১১-০৪ ১০:৩৪:০৩


dinajpurদিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপভ্যান চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে দুটি অটোরিকশায় একদল পুণ্যার্থী কান্তজির মন্দিরে রাশ মেলায় যাচ্ছিল।

পথে শালবন এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ দুই অটোরিকশাকেই চাপা দেয়। এতে অটো দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হয়। এতে আহত হয় সাতজন।

আহতদের উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।