জয়ের ধারায় সিলেট

আপডেট: ২০১৭-১১-০৫ ২১:৫৪:০৬


bplশ্বাসরুদ্ধকর ম্যাচে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চার উইকেটে জয় পেয়েছে সিলেট সিক্সার্স। রোববার লিগের তৃতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে সিলেটের অধিনায়ক নাসির হোসেন কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৫ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে খেলতে নেমে এক বল বাকি থাকতেই ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

এর আগে সিলেটের সূচনাটা বেশ ভালোই হয়েছিল। দুই ওপেনার ৭৩ রানের জুটি গড়ে দলকে সহজ জয়ের স্বপ্ন দেখান। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ মুহূর্তে চাপে পড়ে যায় তারা।

শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১০ রান। ওই ওভারের প্রথম বলেই আরএ হোয়াইটলি আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় স্বাগতিক দল। কিন্তু পরের বলেই নুরুল হাসান সোহান ছক্কা মেরে চিত্রনাট্য পাল্টে দেন। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই জয় পায় নাসির বাহিনী।

উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ৪০ বলে ৫১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ২৯ বলে ৩৬ রান করেন।

কুমিল্লার ইনিংসে স্যামুলেস ৪৭ বলে সর্বোচ্চ ৬০ রান ও অলক কাপালি ২৬ রান করেন।