নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃংখলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কাকরাইলের পার্ক এভিনিউতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির বাসভবনে যান আইনমন্ত্রী।
গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃংখলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
এরপর থেকে বিচারকদের চাকরির শৃংখলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে এ পর্যন্ত কয়েক দফা সময় নিল রাষ্ট্রপক্ষ।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃংখলাসংক্রান্ত বিধিমালা প্রকাশের নির্দেশনা দেয়া হয়েছিল।