বাজারে এল MOTOROLAR’র MOTOX4! দেখে নিন ফিচার

প্রকাশ: ২০১৭-১১-১৭ ১০:২৯:২৩


mtoসোমবার বাজারে এসেছে ‘Moto X4’। লঞ্চের আগে থেকে এই স্মার্টফোন নিয়ে টেক ওয়ার্ল্ডে ব্যাপক আলোড়ন ছড়িয়েছিল মূলত দাম নিয়ে। এই ফোন লঞ্চের পর জানা গেল ২০,৯৯৯ শুরু হচ্ছে Moto X4-এর দাম। 3GB RAM ও 32GB স্টোরেজ মডেলটির দাম ২০,৯৯৯টাকা এবং 4GB RAM 64GB স্টোরেজ যুক্ত মডেলটি ২২,৯৯৯ তে ছাড়া হয়েছে বাজারে।

১৪ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ফ্লিপকার্টে মিলবে লেনোভো’র Moto X4। ফ্লিপকার্টের তরফে লঞ্চ-অফার হিসেবে এক্সচেঞ্জে ২৫০০টাকা ছাড় দেওয়া হচ্ছে। Motorola-র ফোন হলে তা ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। Moto X4-এ 5.2 ইঞ্চ HD ডিসপ্লে রয়েছে। অক্টোকোর কোয়ালকমম স্ন্যাপড্রাগন 630-র সঙ্গে 2.2 GHZ প্রসেসর রয়েছে। হাই গ্রাফিক্সের জন্য অ্যড্রেনো 508 GPU উপভোগ করবেন মোবাইল-গেম প্রেমীরা।

ইন্টারন্যাল স্টোরেজ ছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত জায়গা বাড়ানো সম্ভব। Moto X4-এ 3000 mAh ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ব্যাটারি থাকবে। 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে Moto X4-এ। নীল ও কালো –দুটি রঙে মিলবে Moto X4।