কয়েলের আগুনে পুড়ল বাস

প্রকাশ: ২০১৭-১১-২১ ১২:৫৩:৪৪


গাজীপুরের শ্রীপুর উপজেলায় কয়েলের আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। মো. শামীম (৩০) নামে এক চালক বাসের ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আটক করেছে পুলিশ।

busসোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

পুলিশ জানায়, শামীম গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকার জিএম গার্মেন্টের শ্রমিক আনা-নেয়ার কাজে ব্যবহৃত একটি বাসের চালক। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দেওনা এলাকার আব্দুর রশিদের ছেলে।

শ্রীপুর থানার এসআই মো. মঞ্জুরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গত রাতে শ্রমিকদের গন্তব্যে নামিয়ে দিয়ে চালক শামীম রাজেন্দ্রপুরে একটি গাছের কাছে বাসটি থামান। পরে তিনি বাসে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত পৌনে ২টার দিকে বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেন চালক।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান জানান, রাজেন্দ্রপুর রেলওয়ে কলোনির কাছে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাসে আগুন লাগার খবর পাই।

পরে দমকলকর্মীরা রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয় বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মেহেদী বলেন, আগুনে পুড়ে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে সিলিন্ডার হতে নির্গত গ্যাস থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।