মিরপুরে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

প্রকাশ: ২০১৭-১২-০৮ ১৯:৩৬:০০


mirpurরাজধানী মিরপুরের রূপনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জামাল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ এলাকার ১ নম্বর রোডের ই/এ নম্বর ভবনের ৩য় তলা থেকে পড়ে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক জামাল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালের সহকর্মী জয়নাল আবেদীন জানান, তৃতীয় তলার ছাদে কলাম ঢালাইয়ের কাজ করছিলেন জামাল। কলামের উপরে উঠতে গিয়ে অসাবধানতাবশত ভবনের নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ঢামেকে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।