ওবামা-ট্রুডোর আড্ডার ছবি ইন্টারনেটে ভাইরাল

প্রকাশ: ২০১৭-১২-০৯ ১১:১৭:১১


obamaকানাডার মন্ট্রিয়লে চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার দেশটিতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে দেওয়া বক্তব্যে জলবায়ু পরিবর্তন, নারী অধিকার ও ভুয়া সংবাদ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। একটু একটু ফরাসি ভাষায় কথা বলারও চেষ্টা করেন। এ নিয়ে গণমাধ্যমে যতটা আলোচনা চলছে, তাকেও ছাপিয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বারাক ওবামার আড্ডার একটি ছবি। একটি রেস্তোরাঁয় আড্ডায় নিমগ্ন এই দুই নেতার ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, মন্ট্রিয়ল চেম্বার অব কমার্সের অনুষ্ঠান শেষে রেস্তোরাঁয় দুই নেতার এই ছবি তোলা হয়। এর পর থেকেই সেটি ভাইরাল হতে থাকে।

ছবিটি পোস্ট করে ইনস্টাগ্রামে একজন মজা করে লিখেছেন, ‘ঘনিষ্ঠতা অব্যাহত থাকবে।’

#স্কোয়াডগোলস ও #বিএফএফগোলস হ্যাশট্যাগ ব্যবহার করে অনেক ব্যবহারকারীই ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকে ছবিটি পোস্ট করেন।