বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২০১৭-১২-১০ ১২:৫৭:০৬


BSFরাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গোদাগাড়ী থানার ওসি হিপজুল আলম মুন্সি জানান, উপজেলার চর আষাড়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া সীমান্তে শনিবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের চর ভুবনপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এসারুল হক মিশু (৩০) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে নাশরাফ আলী আবু (২৯)।

ওসি হিপজুল বলেন, “মিশু ও আবুসহ কয়েকজন ব্যক্তি শনিবার রাতে ভারতীয় সীমান্তে গরু আনতে যায়। ভারতের প্রবেশের পর সেখানে টহলরত বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চলালে ভারতীয় সীমান্তেই আলীর মৃত্যু হয়। আর মিশুর মৃত্যু হয় বাংলাদেশ সীমান্তে এসে।”

পরে অন্য গরু ব্যবসায়ীরা মিশুর লাশ উদ্ধার করে তার বাড়ির সামনে রেখে যায়। আবুর লাশ ফেরত আনতে বিজিবি প্রক্রিয়া শুরু করেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

চর আষাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সানাউল্লাহ বলেন,“মিশু ও আবু দুইজনেই গরু ব্যবসায়ী ছিলেন। গরু পাচার করে আনতে তারা ভরতীয় সীমান্তে গিয়েছিল। এর আগেও তারা ওই সীমান্ত দিয়ে গরু নিয়ে এসেছে।”