ফাইনালে ঢাকার প্রতিপক্ষ রংপুর

প্রকাশ: ২০১৭-১২-১১ ২২:২৭:৫৮


rangদ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। ফলে এখন বিপিএলের ফাইনালে ঢাকার প্রতিপক্ষ রংপুর। মঙ্গলবার মিরপুরে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের করা ৫৫ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমে জেসন চার্লসের সেঞ্চুরি (১০৫) ও ব্রান্ডন ম্যাককলামের হাফসেঞ্চুরিতে (৭৮) ভর করে তিন উইকেট হারিয়ে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর। জবাব দিতে নেমে ১৫৬ রান তুলতে সব কটি উইকেট হারায় তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে উড়ন্ত সূচনা করেছিল কুমিল্লা। উদ্বোধনীতে ৫৪ রান করা দলটি পরের ৪২ রানে চার উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। এরপর আর সেভাবে ম্যাচে ফিরতে না পারায় পরাজয় এড়ানো সম্ভব হয়নি তামিমদের। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন লিটন কুমার দাস।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স :২০ ওভারে ১৯২/৩ (চার্লস ১০৫*,ম্যাককলাম ৭৮)।

কুমিল্লা :২০ ওভারে ১৫৬/১০ (লিটন ৩৯, তামিম ৩৬)।
ম্যাচ সেরা : জেসন চার্লস (রংপুর রাইডার্স)।
ফল : রংপুর ৩৬ রানে জয়ী।