শ্যাম্পুর বিজ্ঞাপন থেকে বাসর ঘরে কোহলি-আনুশকা

প্রকাশ: ২০১৭-১২-১১ ২২:৩২:২০


marriegeগুজব আর গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ে করেছেন বহুল আলোচিত জুটি ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও চিত্রনায়িকা আনুশকা শর্মা।

২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে শুটিংয়ের সময় পরিচয় হয় তাদের। সেই পরিচয় থেকে প্রেম, বিচ্ছেদ, আবার প্রেম আর সর্বশেষ ৪ বছর পর তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

গত শনিবার ইতালির মিলানে তাদের বিয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে ফিল্মফেয়ার। এই জুটি পরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছে ফিল্মফেয়ার।

গত সপ্তাহে ইন্ডিয়া টুডে টেলিভিশন খবরে জানানো হয়, ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিয়ের দিন ঠিক করেছেন আনুশকা-কোহলি। বিয়ে করতেই তারা ইতালিতে গেছেন। কোহলির বন্ধু ও পরিবারের লোকজনের জন্য ইতালিতে জায়গা ভাড়া করা হয়। পারিবারিক আবহের এ অনুষ্ঠানে উল্লেখযোগ্য কাউকে দাওয়াত করা হয়নি।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়ে নেন কোহলি। টানা ক্রিকেটের ধকল সামলাতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিশ্রাম নিচ্ছেন বলে জানানো হয়। কিন্তু সংবাদমাধ্যমে গুঞ্জন শুরু হয়ে যায়, আসলে বিয়ে করবেন বলেই এই ছুটি নিয়েছেন কোহলি।

২০১৩ সাল থেকে দুজনে প্রেম করছেন তখন দুজনের মুখপাত্র খবরটি গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু সব গুজব আর গুঞ্জনের অবসান ঘটিয়ে ভারতের অন্যতম বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের বিয়ের বিষয় নিশ্চিত করল।

সামাজিক মাধ্যমেও অভিনন্দনের বন্দনা চলছে, অভিনন্দন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি!