৯৯৯ কার্যক্রমের উদ্বোধন করলেন জয়

প্রকাশ: ২০১৭-১২-১২ ১২:০৭:০৩


helpজাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে এই সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জয় বলেন, এই সার্ভিসের মাধ্যমে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এখন মুহূর্তের মধ্যেই পুলিশের সহায়তা পাওয়া যাবে।

তিনি বলেন, আমেরিকায় কোথাও আগুন লাগলে জরুরি নম্বরে ফোন করা হলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। বাংলাদেশেও এরকম একটি সেবা উদ্বোধন করা হলো। যাতে একটি কলেই পুলিশের সেবা পাওয়া যায়।

৯৯৯ নম্বরে ডায়াল করে দেশের যেকোনো জায়গা থেকে পুলিশের সাহায্য পাওয়া যাবে। পাশাপাশি থাকছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা।

এ জরুরি সেবাটি পেতে কোনো খরচ হবে না। এমনকি মোবাইলে ব্যালেন্স না থাকলেও কল করা যাবে।