খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পদ পাচারের অভিযোগ প্রত্যাহারের দাবি
আপডেট: ২০১৭-১২-১২ ১২:১৩:৫৭
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে সম্পদ পাচারের যে অভিযোগ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে দলটির স্থায়ী কমিটি। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে মোট ৮দফা সিদ্ধান্ত হয় বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা নজীরবিহীন দ্রুততার সঙ্গে নিষ্পন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
একইসঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বৈঠকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব দলকে সমান সুযোগ প্রদান এবং সেনা মোতায়েন করার দাবি জানানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদুত্যের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানায় স্থায়ী কমিটি। এ লক্ষ্যে কর্মসূচিন পালনের সিদ্ধান্ত হয়।
রোববারে বৈঠকে উপস্থিত কয়েক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়।
তারা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ভবিষ্যত নিয়েও স্থায়ী কমিটির সদস্যরা মতামত তুলে ধরেন। এরপর একই বিষয়ে দলের সিনিয়র আইনজীবী নেতাদের মতামতও নেন বিএনপি প্রধান।