ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ১৮০
প্রকাশ: ২০১৭-১২-২৪ ১২:২১:১১
ফিলিপাইনে ঘূর্ণিঝড় টেমবিনের তাণ্ডবে ১৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ওই ঘূর্ণিঝড়ে আরও বহু মানুষ নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।
ঘূর্ণিঝড়ের আঘাতে মিনদানাও দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুবোদ এবং পিয়াগাপো শহর। সেখানে অনেক বাড়ি-ঘর মাটির সঙ্গে মিশে গেছে।
ঘূর্ণিঝড় তেমবুল আঘাত হানার সময় মিনদানাওতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। মিনদাওতে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি পালাওয়ান দ্বীপে আঘাত হেনে এখন আরও পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে বেশ কিছু স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জরুরি কাজে নিয়োজিত কর্মী এবং সেনারা দুর্ঘটনা কবলিত এলাকায় ছুটে গেছেন। তারা হতাহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।