যমুনার খালে মিলল নিখোঁজ শিশুর লাশ
প্রকাশ: ২০১৭-১২-২৬ ১৩:২৪:২৪
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চায়না খাতুন (১০) নামে এক মেয়েশিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ছোট বেড়াখাড়ুয়া গ্রামে যমুনা নদীর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। চায়না খাতুন ওই গ্রামের তাঁতশ্রামিক জহুরুল ইসলামের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোমবার সন্ধ্যার পর থেকে চায়নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয়রা যমুনার খালে চায়নার লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।